কাজ থেকে বাড়ি ফিরছিলেন যুবক । হঠাৎ রাস্তার মাঝে দুষ্কৃতী হামলা । টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করেন কয়েকজন । তারপরই চলে গুলি । মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক । ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে । জানা গিয়েছে, মৃত ওই যুবক ভারতীয় বংশোদ্ভূত । আমেরিকায় এই প্রথম নয়, আগেও গুলিতে প্রাণ গিয়েছে কয়েকজন ভারতীয়র ।
মৃত যুবকের নাম জুডে চাক্কো (২১) । ফিলাডেলফিয়ার বাসিন্দা । পুলিশ জানিয়েছে,পড়াশোনা করতেন তিনি । পাশাপাশি পার্ট টাইম কাজও করতেন । সোমবার সন্ধেয় কাজ থেকেই ফিরছিলেন তিনি । সেই সময় তাঁর উপর হামলা হয় । টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন জুডে । এরপরই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।
জানা গিয়েছে, জুদের পরিবার কেরলের বাসিন্দা । প্রায় ৩০ বছর আগে তাঁরা কোল্লাম জেলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাদেলফিয়ায় চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন ।