টরন্টোর একটি চলচ্চিত্র উৎসবের (Toronto film festival) পোস্টারে হিন্দু দেবদেবীদের 'অসম্মানজনক' ছবি ছাপা হয়েছে বলে অভিযোগ প্রবাসী ভারতীয় হিন্দুদের একাংশের। তার প্রেক্ষিতে কানাডার সরকারি কর্তৃপক্ষকে চিঠি লিখল ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে কানাডার সরকারী কর্তৃপক্ষ এবং ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের কাছে যাবতীয় 'প্ররোচণামূলক' পোস্টার সরিয়ে ফেলার আর্জি জানানো হয়েছে।
বিতর্কের কেন্দ্রে টরোন্টোর বাসিন্দা পরিচালক লীনা মানিকেকালাইয়ের (Leena Manimekalai) ছবি 'কালী'। এই ছবির পোস্টারে দেবী কালীকে ধূমপান করতে এবং এলজিবিটিকিউ পতাকা হাতে দেখা গিয়েছে। এরপরই সোস্যাল মিডিয়ায় লীনার গ্রেফতারির দাবি উঠেছে।
আক্রমণের জবাবে ওই পরিচালক জানিয়েছেন, তিনি নিজের বিশ্বাসের জন্য জীবন দিতেও তৈরি। লীনার টুইট, 'আমার কিছু হারানোর নেই। আমি যা বিশ্বাস করি, নির্ভিক ভাবে তা বলব। যদি তার জন্য প্রাণ দিতে হয়, তাও দেব।' উল্লেখ্য, মাদুরাইতে জন্ম লীনার, তিনি টুইট করেছেন তামিলে। গত শনিবার মাইক্রোব্লগিং সাইটে তিনি 'কালী' ছবির পোস্টার শেয়ার করেন৷ ছবিটির প্রেক্ষিত বোঝার জন্য লীনা সকলকেই ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ছবিটি দেখলে হ্যাসট্যাগ বদলে যাবে। নেটিজেনরা তাঁর গ্রেফতারির দাবি না তুলে 'লাভ ইউ, লীনা' লিখবেন।