ভারত-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়। নয়াদিল্লিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পর দুই দেশের সম্পর্ককে কৌশলগত সম্পর্কের পর্যায়ে উন্নত করার জন্য় একটি চুক্তি সই করা হয়েছে। এর ফলে অদূর ভবিষ্য়তে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সমঝোতা জোরালো হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ও কাতারের আমির প্রতিনিধি পর্যায় আলোচনা করেছেন। দ্বৈত কর কীভাবে এড়ানো যায়। এবং সংশোধিত চুক্তিতেও সই করেছে দুই দেশ। বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে বাণিজ্য়ের মাত্রা ২৮০০ কোটি ডলারে পৌঁছনোর লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে।
ভারত-কাতার বাণিজ্য় ফোরামে বক্তৃতায় বাণিজ্য়মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দুই দেশে এতদিন জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। কৃত্রিম মেধা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার সিকিউরিটি নিয়েও চুক্তি করবে দুই দেশ। পীযূষ গোয়েল জানান, দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।