Sri Lanka: শ্রীলঙ্কার পাশে থাকবে ভারত, জানাল দিল্লি

Updated : Apr 08, 2022 09:04
|
Editorji News Desk

চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়া শ্রীলঙ্কার (Sri Lanka Economic Crisis) পাশে সর্বতোভাবে থাকবে ভারত। আরও একবার এ-কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে, পড়শি রাষ্ট্রের সমস্যা সব সময়ই ভারতের কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কোনও প্রশ্নই নেই।

বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, শ্রীলঙ্কা ভারতের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল রয়েছে। দ্বীপরাষ্ট্রটির পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত।

অরিন্দম বাগচি জানান, অর্থনৈতিক বিষয় ছাড়াও শ্রীলঙ্কায় অন্য আরও কিছু বিষয় রয়েছে। সেগুলো দ্রুত বদলাচ্ছে। ইতিমধ্যেই গত ২-৩ মাসে আড়াই বিলিয়নের অর্থনৈতিক সাহায্য করা হয়েছে শ্রীলঙ্কাকে। জ্বালানি তেল এবং খাবার পাঠানো হয়েছে। আগামীতেও ভারত পাশে থাকবে শ্রীলঙ্কার।

আরও পড়ুন:

অরিন্দম বাগচি জানান, ভারত এবং শ্রীলঙ্কা একই সভ্যতার অংশ৷ গত কয়েক মাসে দু'দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে।

পেট্রোল ডিজেলে টান। খাদ্য সামগ্রীর ভাঁড়ার শূণ্য। ওষুধের সংকট, চিকিৎসা সামগ্রী অমিল। তার মধ্যেই শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। সব মিলিয়ে শ্রীলঙ্কার অবস্থা অত্যন্ত সঙ্গীন। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। শত্রুতা হোক কিংবা বৈরিতা, সবসময় বিপদের দিনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নিজের আন্তর্জাতিক সম্পর্ক ভুলেই তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দু'বার ভাবেনি ভারত। সম্প্রতি ভারতের একই বন্ধুত্ব দেখেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও। কারণ সেক্ষেত্রে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশের সমর্থনে বা বিপক্ষে কথা বলেনি। আর এবার শ্রীলঙ্কার চরম দুর্দিনে প্রতিবেশী দেশের দিকেও সাহায্যের হাত বাড়াল ভারত। আর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নয়াদিল্লির প্রশংসা শোনা যাচ্ছে সেদেশের তারকা ক্রিকেটারদের গলাতেও।

ভারতের এই সাহায্যকে এককথায় কুর্নিশ জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার শ্রীলঙ্কায় চলমান সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতকে জ্যেষ্ঠ ভ্রাতার স্থান দিয়ে বলেছেন, এই সংকটের মধ্যে সাহায্য করার জন্য মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, "ভারত বরাবর বড় ভাইয়ের মতো সব সময় সমস্যায় পাশে দাঁড়িয়েছে। এইজন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ।"

Arindam BagchiIndiaSri Lanka crisis

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির