সামরিক শক্তির নিরিখে ভারত ক্রমশ ফুলে ফেঁপে উঠছে, সন্দেহ নেই। সারা পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী ভারতের। তালিকার শীর্ষে চিন। দুই এবং তিন নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।
সামরিক খাতে সরকারের বরাদ্দ, মিলিটারি পার্সোনেলের সংখ্যা, আকাশ, নৌ এবং সামরিক বাহিনীতে মোট কর্মীর সংখ্যা, তাঁদের গড় বেতন, সামরিক বাহিনীর কাছে থাকা অস্ত্রশস্ত্রের ওজন-ইত্যাদি নানা বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 'আলটিমেট মিলিটারি স্ট্রেন্থ ইন্ডেস্ক'।
সুইডিশ সংস্থা সিপরির হিসেব বলছে, এ'বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, খরচের পরিমাণ ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ভারত এবং ব্রিটেনের সামরিক বাহিনীর পেছনে মোট যে পরিমাণ খরচ বরাদ্দ হয়, তা সারা পৃথিবীর সমস্ত দেশের মিলিত বরাদ্দের প্রায় ৬২ %।