কয়েক মাসের মধ্যেই সে দেশে আরও এক ঝাঁক তরুণ তরুণী স্নাতক হবে। এ দিকে চিনে ক্রমশ বাড়ছে বেকারত্বের সমস্যা। আগামী কয়েকমাসের মধ্যেই ১ কোটি ১৬ লক্ষ ছেলে মেয়ের স্নাতক পাশ করার কথা। তাহলে বেকারের সংখ্যা একলাফে আরও ৮ লক্ষ ২০ হাজার বাড়বে।
সরকারি পরিসংখ্যান বলছে সে দেশের ১৬ থেকে ২৪ বছরের জনসংখ্যার ২০.৪ শতাংশের হাতে কোনও কাজ নেই। বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করার চল চিনে ২০১৮ থেকে। কিন্তু সেই পরিসঙ্খ্যান এত ভয়াবহ, এই প্রথম।