পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক (Unconstitutional)। বৃহস্পতিবার জানাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ন্যাশনাল অ্য়াসেম্বলি (National Assembly) ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও অসাংবিধানিক বলা হয়েছে। বৃহস্পতিবার টানা চারদিন শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ন্যাশনাল অ্য়াসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হবেন ইমরান খান।
রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী জোট। যদিও তা খারিজ করে দেন ন্যাশনাল অ্য়াসেম্বলির স্পিকার কাসিম খান সুরি। তাঁর যুক্তি, বিদেশি শক্তির প্ররোচনায় অনাস্থা প্রস্তাব আনলে তা সংবিধান বিরোধী। দেশের পক্ষে ক্ষতিকর। তাই সংবিধানের ৫ নম্বর ধারায় ভোটাভুটি করতে দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: জমা পড়ছে থরে থরে মৃতদেহ, ইউক্রেনের বুচা শহর যেন সাক্ষাৎ মৃত্যুপুরী
এরপরই ইমরানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন পাক প্রেসিডেন্ট আলভি। তার প্রতিবাদে রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী নেতৃত্ব। স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করে সোমবার থেকে শুনানি শুরু করে দেশের সুপ্রিম কোর্ট।