ইমরানের গ্রেফতারির প্রতিবাদ। পাক সুপ্রিম কোর্টে যাচ্ছে তেহেরিক-ই-ইনসাফ। দলের অন্যতম শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরি জানিয়েছেন, ইমরানকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। যদিও ইসলামাবাদ হাই কোর্ট মঙ্গলবার জানিয়েছিল, জমি কেলেঙ্কারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতারিতে কোনও ভুল নেই। এই পরিস্থিতি বুধবারও পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রতিবাদের ডাক দিয়েছে ইমরানের দল। প্রতিটি জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে জানা গিয়েছে, জেলে প্রথম রাত নাকি স্বস্তিতেই কাটিয়েছেন ইমরান খান। রাতে তিনি ঘুমিয়েছেন বলেও দাবি জেল কর্তৃপক্ষের।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পরই পড়শি দেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা ইতিমধ্যেই সেনার সদর দফতর রাওয়ালপিন্ডিতে হামলা করেছে। সেনা শিবিরেও হামলা চালিয়েছেন সমর্থকরা। দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে যাতে নতুন করে কোনও অশান্তি না হয়, তা নিয়ে সতর্ক ভারত।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লাইন অফ কন্ট্রোল ও পাকিস্তানের সব আন্তর্জাতিক সীমানার কড়া সুরক্ষা মোতায়েন করা হয়েছে। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে।