আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে এবার উল্টে গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কনভয়ের একটি গাড়ি। ইসলামাবাদ যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে বলেই খবর। এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতেই ওই বাড়িতে পুলিশের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। তেহরিকে-এ-ইনসাফ কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় কমবেশি ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইমরানের অভিযোগ, অনৈতিক ভাবে তাঁর লাহরোর বাড়ির পাঁচিল ভেঙেছে পুলিশ।
তোষাখান মামলার শুনানিতে হাজিরা দিতেই ইসলামাবাদ যাচ্ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বাড়িতে পুলিশ ঢোকার ঘটনায় ইমরানের অভিযোগ, ওই সময় তাঁর লাহোরের বাড়িতে স্ত্রী একমাত্র বাড়ির ভিতরে ছিলেন। ফলে অনৈতিক ভাবেই পুলিশ বাড়ির পাঁচিল ভেঙেছে বলে অভিযোগ ইমরানের।
বেশ কয়েকটি ভিডিও-তে দেখা গিয়েছে, বুলডোজার দিয়ে ইমরানের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। বেশ কয়েক জন পিটিআই কর্মীকে আটক করে।