বয়স মাত্র ৯ - ১০ মাস । একবছর হওয়ার আগেই পদ্মা সেতুর (Padma Bridge) থেকে ৬০০ কোটির বেশি আয় করল বাংলাদেশ (Bangladesh News) সরকার । এমনই জানিয়েছেন, বাংলাদেশের সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, গত বছর জুন মাসে উদ্বোধনের পর থেকে চলতি বছর মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতুতে বাংলাদেশি মুদ্রায় মোট ৬০৩ কোটি ৭৬ লক্ষ টাকা টোল আদায় করা হয়েছে ।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয় । যানবাহন চলাচল শুরু হয় তার পরের দিন ২৬ জুন থেকে । বর্তমানে সেতুতে গাড়ি চলাচল করছে । পরবর্তীতে, এর নীচ দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের । ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে । স্বপ্নের পদ্মা সেতু তৈরি করে আগেই তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা । এবার সেই সেতু থেকেই কোটি কোটি টাকা টোল আদায় করল বাংলাদেশ সরকার ।
আরও পড়ুন, Nadia Maoist Leader died: প্রয়াত চণ্ডী সরকার, কৃষক আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন এই মাওবাদী নেতা