Trump Gaza: নাইট ক্লাবে সুন্দরীদের সঙ্গে ট্রাম্প, পুলে গা এলিয়ে নেতানিয়াহু, সমুদ্রতটে এলন মাস্ক

Updated : Feb 28, 2025 16:14
|
Editorji News Desk

গাজ়া সীমান্তে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন স্ট্য়াচু। বিরাট বিরাট বহুতল চারদিকে। গাজ়ার ভবিষ্য়ত নিয়ে এমনই এক AI জেনারেটেড ভিডিয়ো পোস্ট করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বের সবথেকে বিতর্কিত ভূখণ্ড গাজ়া সীমান্তকে 'ট্রাম্প গাজ়া' বলে উল্লেখ করা হয়! ভিডিয়োটি প্রথমে তৈরি করে 'নাজি হান্টার্স' নামে একটি প্রো-ইজরায়েলি গ্রুপ। ট্রাম্প ওই ভিডিয়ো শেয়ার করায়, তা অন্য় মাত্রা পায়। 

কেন এমন ভিডিয়ো। ট্রাম্পের ওই ভিডিয়োতে বার্তা দেওয়া হয়েছে, গাজ়াকে ভবিষ্য়তে সেরা পর্যটন স্পট বানানো হবে। ভিডিয়োতে দেখা যায় টেসলা সিইও এলন মাস্ক ও ইজরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকেও। গাজ়ার সমুদ্র সীমান্তে সানবার্ন নিচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফেসবুক-ইনস্টাগ্রামে এই ওই ভিডিয়ো ব্যাপক ছড়িয়ে পড়ে। ইজরায়েল-প্য়ালেস্তাইন, দুই দেশ গাজ়া সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে লড়ছে। গত দুই বছর ধরে হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্য়ে ট্রাম্পের এমন ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েছে গাজ়া-প্য়ালেস্তাইনের পাশে দাঁড়ানো দেশগুলি। ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান ইজরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু। গাজ়া সীমান্ত নিয়ে আগেই একটি ভবিষ্য়দ্বাণী করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট গাজ়াকে ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন। ট্রাম্প জানান, যুদ্ধের পর তিনি গাজ়াকে মিডল ইস্টের 'রিভেইরা' বানাতে চান। এই AI জেনারেটেড ভিডিয়োতে সেটাই যেন দেখাতে চেয়েছেন। 

২০২৩ সালের ৭ অক্টোবর। গাজ়া সীমান্তে হামাস গোষ্ঠী ও প্যালেস্তাইন ইসলামিক জিহাদ বা PIJ ইজরায়েলে হামলা চালায়। ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়, এবার নরকের দরজা খুলে যাবে। ইজরায়েলের পাল্টা আঘাতে গত দেড় বছরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ হাজার প্য়ালেস্তানি। ইজরায়েলের দাবি, যুদ্ধের আগে হামাস গোষ্ঠী ৩০ হাজার সদস্য় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গত বছর অগাস্টের মধ্যে ১৭ হাজার হামাস সদস্য় প্রাণ হারিয়েছেন। ২০০৭ সাল থেকে গাজ়া সীমান্তের শাসক হামাস গোষ্ঠী। আমেরিকা, গ্রেট ব্রিটেন-সহ একাধিক দেশে এই গোষ্ঠীর সঙ্গে জঙ্গিযোগের উল্লেখ করেছে। 

ইজরায়েল ও হামাস গোষ্ঠীর যুদ্ধের কারণটা কী! হামাসদের প্রধান নেতা কাতারের ইসমাইল হানিয়েহ। কাতারেই হামাস গোষ্ঠীর হেডকোয়ার্টারে। ২০২৪ সালে ইরানের রাজধানী তেহরানে বিষ্ফোরণে নিহত হন ইসমাইল হানিয়েহ। ইজরায়েল পরে স্বীকার করে, এই পরিকল্পনা তাঁদেরই ছিল। এরপরই হামাস গোষ্ঠীর নেতৃত্বে আসেন ইয়াহ্যা সিনওয়ার। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। ইজরায়েল ডিফেন্স ফোর্সের সেনার হাতে নিহত হন ইয়াহ্য়া সিনওয়ার। পর পর শীর্ষ নেতাদের মৃত্যুতে দুর্বল হয়ে যায় হামাস। বর্তমানে হামাস গোষ্ঠীর অন্য়তম নেতা খালিল আল-হাইয়া। তাঁর আমলেই কিন্তু ইজরায়েলের সঙ্গে সমঝোতা হয় হামাসের। ইজরায়েলও যুদ্ধবিরতি ঘোষণা করে। তিন বন্দিকে মুক্তি দেয় হামাস। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে দেখা করে ডোনাল্ড ট্রাম্প যৌথ সাংবাদিক বৈঠক করেন। বন্দিমুক্তি নিয়ে ট্রাম্প দাবি করেন, শান্তির পথে যাওয়া এবার আরও বড় মাত্রায় শুরু হল। 
 
ডোনাল্ড ট্রাম্পের ওই ভিডিয়োতে কী নিয়ে আপত্তি! AI জেনারেটেড ভিডিয়োটির পিছনে যে গান চলছে, তার শব্দ নিয়ে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। যেখানে বলা হয়েছে, "ট্রাম্প তোমাদের মুক্তি দিতে আসছে। আলো দেখা যাচ্চে। কোনও সুড়ঙ্গ নেই এবার। ভয় পাওয়ার প্রয়োজন নেই।  ট্রাম্প গাজ়া নতুন দিন দেখাবে। সোনালি ভবিষ্য়ত তৈরি করবে। নতুন জীবন শুরু হবে। ট্রাম্প গাজ়া এক নম্বর হয়ে যাবে।" ভিডিয়োতে গাজ়ার সমুদ্রপাড়ে এলন মাস্ককেও দেখা গিয়েছে। সৈকতে আনন্দে খাবার খাচ্ছেন মাস্ক। নাইটক্লাবে ডান্স করতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা যায় মধ্য়প্রাচ্য়ের মেয়েদেরও। পুলে একই সঙ্গে বিচের পোশাক পরে সময় কাটাচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এই ভিডিয়ো নিয়েই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Hamas

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির