ইজরায়েলের সামরিক ঘাটি গুঁড়িয়ে দিল লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা । জানা গিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের বিরানিত সামরিক ঘাঁটিতে পরপর কয়েকবার রকেট হামলা চালায় ওই জঙ্গিগোষ্ঠী । সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই রকেট হামলার ভিডিও । জানা গিয়েছে, হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
ইসরায়েলের সেনাবাহিনীর তরফে হিজবুল্লাহ রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে । তবে ক্ষয়ক্ষতির ধরণ সম্পর্কে কোনও মন্তব্য করেনি তাঁরা । নাম প্রকাশ অনিচ্ছুক একজন টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, ২০ নভেম্বর হিজবুল্লার রকেট হামলার জেরে সামরিক ঘাঁটিতে আগুন ধরে যায় । তবে, হতাহতের কোনও খবর পাওয়া জানা যায়নি । হামলার জবাবে দক্ষিণ লেবাননের ভূখণ্ডে হিজবুল্লার অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ।