ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে একপাল ভেড়া আশ্রয় নিয়েছিল একটি গ্রিনহাউজের ভিতরে৷ সেখানে ছিল প্রায় ১০০ কেজির গাঁজা, ভেড়ার দল ওই ১০০ কেজির মাদক খেয়ে ফেলেছে!
গ্রিসের সিসিলির আলমেইরস শহরের ঘটনা। সম্প্রতি গ্রিস, লিবিয়া, তুরস্ক, বুলগেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ঘূর্ণিঝড় ড্যানিয়েলে তছনছ হয়ে গিয়েছে৷ সেই ঝড়-ঝঞ্ঝা থেকে বাঁচতেই ওই গ্রিনহাউজে আশ্রয় নিয়েছিল একপাল ভেড়া৷ তারপর এই কাণ্ড!
মেষপালকের অবস্থা শোচনীয়৷ তাঁর কথায়, "আমি হাসব না কাঁদব বুঝতে পারছি না। প্রথমে তাপপ্রবাহ চলল, তাতে ফসলের প্রচুর ক্ষতি হল। তারপর ভয়াবহ বন্যায় প্রায় সবকিছু হারালাম৷ এখন এই কাণ্ড! আমার সত্যিই কিছু বলার নেই।"
ওই খামারের মালিকজানিয়েছেন, ভেড়াগুলি মাদক খেয়ে ছাগলের চেয়েও বেশি জেরে লাফাচ্ছিল।
উল্লেখ্যা, কানাবিস ২০১৭ সাল থেকে গ্রিস বৈধ। মূলত চিকিৎসার প্রয়োজনে। ব্রিটেন, জার্মানি, ইটালি, ডেনমার্কেও চিকিৎসার প্রয়োজনে ক্যানাবিস বৈধ। উরুগুয়ে এবং কানাডায় মারিজুয়ানা সম্পূর্ণ বৈধ।