ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে জোরকদমে চলছে উদ্ধারের কাজ। এই কাজেই উদ্ধার করা হল ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আস্তুকে। রবিবার স্থানীয় সময় মধ্যরাতে ভয়ঙ্কর ঝটকায় কেঁপে উঠেছিল তুরস্কের একাংশ। সেই ঘটনার পর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন এই ফুটবলার। অবশেষে ভারতীয় সময় সোমবার রাতে এই ফুটবলারকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাড়ি ধসে যাওয়ার জেরে পায়ে চোট পেয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। চেলসি ও নিউক্যাসেলের প্রাক্তন এই ফুটবলার বর্তমানে খেলেন তুরস্কের ক্লাবে।
রবিবারের পর থেকেই তুরস্কে এখন শুধু কান্নার রোল। অলি-গলি সব জায়গাতেই পড়ে রয়েছে ধ্বংস্বের চিহ্ন। উদ্ধারের কাজ চলছে। তারমধ্যে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-আমেরিকার মতো দেশগুলি। সে দেশে পৌঁচ্ছে গিয়েছেন ভারতীয় উদ্ধারকারীরা।
প্রায় একই অবস্থা সিরিয়াতেও। সেখানেও জোড়কদমে চলছে উদ্ধারের কাজ। এদিকে ঘানার এই ফুটবলারের খোঁজ নিয়েছে তাঁর দেশের ফুটবল সংস্থাও। আফ্রিকার এই দেশ থেকে লোক আসছে, এই পরিস্থিতিতে আস্তুকে ফিরিয়ে নিয়ে যেতে।