অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বড়সড় ক্ষতির মুখে পড়ল ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলে রেল পরিষেবা একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
চলতি বছরের অলিম্পিক্স হবে প্যারিসে। শনিবার রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু তার আগেই এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ কি দর্শকরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারবেন ভেনুতে? সেনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী সেনিয়েও উঠছে প্রশ্ন।
সংবাদ সংস্থা AFP-র দেওয়া খবর অনুযায়ী, প্যারিস অলিম্পিক বানচাল করতেই এই কাণ্ড ঘটনা হয়েছে বলে সেখানকার প্রশাসন সূত্রে জানানো হয়েছে। একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে আটলান্টিক, উত্তর এবং পূর্ব রেলের লাইনগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে।
ফ্রান্সের রেল পরিবহণের সঙ্গে যুক্ত রয়েছে SNCF নামে একটি সংস্থা। তারাই পুরো বিষয়টি পরিচালনা করে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ। এবং এর জেরে প্রায় ৮ লাখ যাত্রী সমস্যায় পড়বেন।
তাদের তরফে জানানো হয়েছে, ট্রেন চালানোর জন্য অনেকগুলি ট্র্যাক থাকলেও প্রচুর ট্রেন বাতিল করতে হয়েছে। সেই কারণেই সমস্যা তৈরি হয়েছে। যাত্রীদের উদ্দেশে জানানো হয়েছে, যাঁরা আগামী কয়েকদিন যেন তাঁরা যাত্রা স্থগিত রাখেন এবং রেল স্টেশন থেকে দূরে থাকে।