হিজাব পরে নামা যাবে না ফুটবল মাঠে। ফ্রান্সের স্পোর্টস ফেডারেশনের নির্দেশকে মান্যতা দিল সেদেশের শীর্ষ আদালত। দ্য কাউন্সিল অফ স্টেট জানিয়ে দিল এই নির্দেশ জারি করার অধিকার রয়েছে স্পোর্টস ফেডারেশনের।
উল্লেখ্য, ফ্রান্সের অনেক মহিলা খেলোয়াড়ই নিষেধাজ্ঞার প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত জানিয়ে দিল এমন নির্দেশ জারি করার অধিকার রয়েছে সেদেশের জাতীয় ক্রীড়া সংগঠনের।
Apple i Phone 14: কত কমে পেতে পারেন আইফোন ১৪, জানুন অ্যামাজন-ফ্লিপকার্টের ডিল
খেলার সময়ে খেলোয়াড়দের ধর্মীয় পরিচয় প্রকাশ পাওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে প্রশাসন। আগামী বছর প্যারিসে অলিম্পিক আয়োজিত হবে। সেখানেও কি এই নিয়ম লাগু হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।