সংযুক্ত আরব আমিরশাহী থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে নামানো হয়েছে ফ্রান্সের একটি বিমানবন্দরে। সংবাদসংস্থা AFP সূত্রে খবর ওই বিমানে প্রায় ৩০০ জনেরও বেশি ভারতীয় ছিল। জানা যাচ্ছে, মানব পাচার রুখতেই ওই বিমানটিকে আটক করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের অপরাধ দমন শাখা জুনালকো (JUNALCO)। ওই বিমানটি রোমানিয়ার বিমান পরিবহণ সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের। ভ্যাট্রি বিমানবন্দরে সেটিকে ল্যান্ড করানো হয়েছে। আপাতত সেখানেই রয়েছে বিমানটি।
AFP-র দাবি যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে নামানো হলেও ওই বিমানে করে মানব পাচার করা হচ্ছিল। একটি অজ্ঞাতপরিচয় সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয়।