ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের (Indian Students) দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী হল কেন্দ্রীয় মন্ত্রীসভা। সিদ্ধান্ত হয়েছে, বিষয়টি তদারক করতে চারজন মন্ত্রী ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাবেন। এই চারজন হলেন- হরদীপ পুরী (Hardeep Puri), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia), কিরেন রিজিজু (Kiren Rijiju) এবং ভি কে সিং (V K Singh)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar), অর্থমন্ত্রী পীযুষ গোয়েল (Piyush Goyal) উপস্থিত ছিলেন বৈঠকে।
আরও পড়ুন: Russia-Ukraine Talk: অবশেষে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরানো নিয়ে রবিবারও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সঙ্গেও এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।