বরাত জোরে প্রাণে বাঁচলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারের সময় প্রাক্তন প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতীদের গুলিতে কানে আঘাত পেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খতম করা হয়েছে দুই দুষ্কৃতীকে।
যাবতীয় অভিযোগ ওঠার পর শনিবার প্রথম জনসভায় পেনসেলভেনিয়ায় হাজির হয়েছিলেন ট্রাম্প। জনসভা শুরুর খানিকক্ষণের মধ্যেই গুলি আওয়াজে কেঁপে ওঠে ওই চত্বর। প্রাণে বাঁচতে প্রোডিয়ামের উপরেই লুকিয়ে পড়ার চেষ্টা করেন ট্রাম্প। তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। প্রোডিয়াম থেকেই প্রাক্তন প্রেসিডেন্টকে কর্ডন করে গাড়িতে তোলা হয়। সেই সময় দেখা যায় তাঁর ডান কান রক্তে ভেসে যাচ্ছে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট আপাতত ভাল আছেন। তাঁকে নিরাপদ জায়গাতেই রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ঘটনার পরেই পাল্টা গুলিতে খতম হয়েছে ওই দুই দুষ্কৃতী। এই বছর নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার প্রস্তুতি এখন তুঙ্গে। শনিবার সেই নির্বাচনী প্রচারে সবে বলা শুরু করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। আর তখনই ঘটে বিপত্তি।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে। তার প্রমাণ তারা হাতে পেয়েছেন। এই দুষ্কৃতী দলের মাথা কে তার খোঁজ চলছে। কারণ, প্রাক্তন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারের আগে ঘটনাস্থল রেইকি করা হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্টের উপর গুলি চলার ঘটনায় বিব্রত মার্কিন নাগরিকরা।