পাকিস্তানে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জমি কেলেঙ্কারির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত পাকিস্তানের আধাসেনার হেফাজতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রেফতারের পর ইমরানের গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তেহেরিক-ই-ইনসাফের অভিযোগ, জোর করে ইমরানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দলের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি অভিযোগ করেছেন, জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।
আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগ সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন তিনি।