১১ মার্চ থেকে ভারতে চালু হল সংশোধিত নাগরিকত্ব আইন। এই ব্যাপারে কেন্দ্রীয় বিজ্ঞপ্তি জারির পর চলছে প্রতিক্রিয়া ও তার পাল্টা প্রতিক্রিয়া। এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। ওয়াঘার ওপার থেকে তিনি লিখেছেন, এবার থেকে পাকিস্তানের হিন্দুরা মুক্ত আকাশে শ্বাস নিতে পারবেন।
করাচির হিন্দু পরিবারে জন্ম দানিশের। দীর্ঘ সময়ে খেলেছেন পাকিস্তান ক্রিকেট দলে। বেশ কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, পাক ক্রিকেট দলে খেলতে তাঁকে মুসলিম হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।
ওই সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। যদিও দানিশের এই অভিযোগ অস্বীকার করেছিলেন আফ্রিদি।