জামিন পেলেন ইমরান খান। তাঁর গ্রেফতারির পর পাকিস্তানের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। শুক্রবার ইসলামাবাদ হাই কোর্ট তাঁকে জামিনের আবেদন মঞ্জুর করে। পাশাপাশি আদালত জানিয়েছে, ইমরান খানের গ্রেফতারি বেআইনি।
তোষাখানা মামলায় ইমরান খানকে হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ ও আধাসেনা। ইমরানের গ্রেফতারির পরই তেহরিক-ই-ইনসাফ দল দেশের একাধিক এলাকায় হামলা চালায়। সেনাশিবিরে আগুন লাগানো হয়। সরকারি দফতরে হামলা করা হয়। প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় দল।
শুক্রবার জামিনের শুনানিতে হাই কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করে আনা হয় ইমরান খানকে।