স্কুলের পর এবার আমেরিকার হাসপাতালে (Oklahoma hospital shooting) ঢুকে গুলি চালাল এক বন্দুকবাজ। ওকলাহোমার তুলসায় এই ঘটনায় চার জন মারা গিয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে।
গত সপ্তাহেই আমেরিকার টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় (Texas school shooting) ১৯ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক নিহত হয়েছিলেন। তার আগে মে মাসের শুরুতেই নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকবাজের হামলায় ১০ জন মারা যান। বুধবার ওকলাহোমার সেন্ট ফ্রান্সিস হাসপাতাল চত্বরের নাতালি বিল্ডিংয়ে বন্দুক নিয়ে ঢুকে পড়ে প্রায় বছর চল্লিশের এক ব্যক্তি। তারপরেই সে গুলি চালাতে শুরু করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ততক্ষণে চার জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন একাধিক ব্যক্তি।
Johnny Depp-Amber Heard: জনি ডেপ গার্হস্থ্য হিংসার শিকার, ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন ১১৭ কোটি
উল্লেখ্য, হাসপাতালের নাতালি বিল্ডিং-এর দোতলায় যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে মূলত ডাক্তারদের অফিস এবং একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে একাধিক কর্মীও রয়েছেন। যে ব্যক্তি গুলি চালিয়েছে তার পরিচয় জানার পাশাপাশি হাসপাতালের সঙ্গে কোনও ভাবে ওই ব্যক্তি যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।