নতুন প্রধানমন্ত্রী পেয়েছে একটি দেশ । কিন্তু, সেখানে প্রধানমন্ত্রীর যৌন পরিচয় কি শিরোনামে আসতে পারে ? হ্যাঁ অবশ্যই আসতে পারে যদি খবরটা হয় এমন । বিশ্বের ইতিহাসে এই প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স । নতুন ফরাসি প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হল গ্যাব্রিয়েল অ্যাটলের। শুধু মাত্র সমকামী নন, তিনিই হলেন ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
চলতি বছরের মাঝামাঝি সময় ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা । তার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ । সেই কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নকে সরিয়ে গ্যাব্রিয়েলকে নিয়ে আসা হল বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এলিজাবেথ । অন্যদিকে, এতদিন পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন গ্যাব্রিয়েল ।
শিক্ষামন্ত্রী থাকাকালীনই ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন গ্যাব্রিয়েল । সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে উঠে এসেছিল তাঁর নাম। । কোভিডের সময় থেকে তাঁর জনপ্রিয়তা বাড়ে । শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ক্লাসরুমে আবায়ার মতো লম্বা পোশাক পরা নিষিদ্ধ করেছিলেন।