বাজারে আসতে চলেছে চিকুনগুনিয়ার ভ্যাকসিন । মশাবাহিত এই রোগ আগামী দিনে করোনার মতো ভয়বাহ আকার ধারণ করাতে পারে বলে আশঙ্কা । তাই এই রোগের ভ্যাকসিন নিয়ে বেশ অনেকদিন ধরেই গবেষণা চলছে । সম্প্রতি, টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । ভ্যাকসিনের নাম ইক্সচিক । ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে ।
ইউ এস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে । একবারই ডোজ নিতে হবে । জানা গিয়েছে, ভ্যাকসিনের দু'টি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে । সেখানে ভ্যাকসিন নেওয়ার পর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে, যেমন ক্লান্তি ভাব, মাথাব্যথা, পেশী এবং গাঁটে ব্যথা, জ্বর এবং বমি বমি ভাব । তবে, কোনওটাই গুরুতর নয় ।
চিকনগুনিয়া মশাবাহিত রোগ । আফ্রিকা, এশিয়া ও আমেরিকাতেই এই রোগের প্রকোপ দেখা যায় । রোগের লক্ষণ হল জ্বর, গাঁটে গাঁটে ব্যথা । অনেকক্ষেত্রে তা প্রাণঘাতীও হতে পারে । এছাড়া, এই ভাইরাসের সংক্রমণ গুরুতর এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে ।