রেস্তোরাঁর রান্নাঘরে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত ভারতীয় ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল FBI-এর মোস্ট ওয়ান্টেডের তালিকায় প্রথম দশের মধ্যে আছে। এবার তার খোঁজ দিলে আড়াই লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য ঘোষণা মার্কিন গোয়েন্দা সংস্থার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।
আমেরিকার ডানকিন ডোনাটস রেস্তোরাঁয় একই সঙ্গে কাজ করতেন চেতনভাই প্যাটেল ও তাঁর স্ত্রী পালক। ২০১৫ সালে ১২ এপ্রিল ঘটনাটি ঘটে। ২০১৭ সাল থেকে চেতনভাই প্যাটেলকে খুঁজছে FBI। তখনই তাঁকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় যোগ করে FBI।
হানওভারের মেরিল্যান্ডে ডানকিন ডোনাটসের একটি রেস্তোরাঁর কিচেনে স্ত্রী পালককে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে ওই ব্যক্তি। দোকানে গ্রাহকরা ছিল তখন। সিসি ক্যামেরায় ঘটনার ফুটেজও ধরা পড়ে।