গোটা বিশ্বজুড়ে হঠাৎ অকেজো ফেসবুক(Facebook), ইন্সটাগ্রাম(Instagram), টুইটার(Twitter)। বুধবার সবথেকে বেশি সমস্যায় পড়েছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। সেখানেই সবথেকে বেশি সংখ্যক সকাল থেকেই একাধিক টুইটার ব্য়বহারকারী অভিযোগ জানান, পোস্ট করতে গেলে টুইটারে ‘এরর’ মেসেজ দেখাচ্ছে।
কোনও বড়সড় যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান। টুইটারের তরফে সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানানো হয়েছে, সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা চলছে, তবে ফেসবুক বা ইন্সটাগ্রামের তরফে এখনও অবধি পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে অনেক ইউজারের দাবি, ফেসবুক-ইন্সটাগ্রাম পেজ রিফ্রেশ হচ্ছিল না।