মাঙ্কি ভাইরাস (Monkey Virus) নিয়ে বিশেষজ্ঞরা তিন বছর আগেই সতর্ক করেছিলেন। কিন্তু তখন গুরুত্ব দেয়নি কেউ। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো সতর্ক হলে হয়তো ঠেকানো যেত এই সংক্রমণ।
ইংল্যান্ড সহ ইউরোপের স্পেন, পর্তুগাল সহ একাধিক দেশে এবং আমেরিকায় ক্রমেই ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাস। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯২। সংক্রমিতদের সারিয়ে তুলতে কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি এখনও পর্যন্ত নেই।
Monkey Virus Spreading: ১২ দেশে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত ৯২, সংক্রমণ আরও বাড়বে জানাল ‘হু’
উল্লেখ্য, ২০১৯ সালে লন্ডনের এক বিজ্ঞান সম্মেলনে মাঙ্কি ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছিলেন। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ট্রপিক্যাল হাইজিন অ্যান্ড মেডিসিন -এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৮০ সালের পর পৃথিবী থেকে কার্যত নির্মূল হয়ে গিয়েছে স্মল পক্স, বাংলায় যাকে বলা হয় গুটি বসন্ত। এর জেরে স্মল পক্সের টিকা নেওয়ার প্রবণতাও মানুষের মধ্যে কমে এসেছে। তাই এখন অনেকের শরীরে স্মল পক্স ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা নেই। আর তাই চরিত্রে অনেকটা স্মল পক্স ভাইরাসের মতো মাঙ্কি ভাইরাস এভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে।