প্রবল অর্থনৈতিক সংকটের (Economic Crisis) জেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, দেশে কাগজের আকাল। না রয়েছে পর্যাপ্ত কাগজ, না রয়েছে কাগজ কেনার জন্য অর্থ। তার জেরে বন্ধ হয়ে গেল পরীক্ষাই।
শ্রীলঙ্কা জুড়ে সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে গত শনিবার অনির্দিষ্টকালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলিকে।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত কাগজের (Paper Crisis) জোগান দেওয়ার মতো ক্ষমতা নেই শিক্ষা দফতরের কাছে। কিন্তু আপাতত ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সাল অর্থাৎ স্বাধীন হওয়ার পরে থেকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি দেশটিকে।
আরও পড়ুন: US President Poland Visit: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা, পোলান্ড সফরে যেতে পারেন জো বাইডেন
প্রশ্নচিহ্নের মুখে দেশের ৪৫০ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে অন্তত দুই তৃতীয়াংশের
ভবিষ্যৎ। কারণ বছরের শেষে এই পরীক্ষার ভিত্তিতেই নির্ধারিত হয় পরবর্তী শ্রেণিতে ওঠার বিষয়টি।
তবে শুধু কাগজের ক্ষেত্রেই নয়। খাবার থেকে শুরু করে জ্বালানি, এমনকি ওষুধপত্রের জোগানেও টান পড়েছে দেশটিতে। আর্থিক সঙ্কট এবং মূলত বিদেশি মুদ্রার ভাঁড়ারে টানই এই পরিস্থিতির জন্য দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
প্রবল অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF-এর সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আন্তর্জাতিক বাজারে প্রায় ৬৯০ কোটি ডলার দেনা রয়েছে শ্রীলঙ্কার।