ফের আইনি বিপাকে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা (Criminal Charges) দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন নির্বাচনের ফল বদলে ফেলার চেষ্টার অভিযোগ। প্রসঙ্গত, ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন ট্রাম্প। এই অবস্থায় এমন অভিযোগ ট্রাম্পের অস্বস্তি আরও বাড়াবে বলে মনে করছে গোটা দুনিয়া।
Donald Trump: লেখিকা ক্যারলকে যৌন হেনস্থাই করেছেন ট্রাম্প, জানিয়ে দিলেন আদালতের জুরি সদস্যরা
রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল বদলে ফেলার চেষ্টার অভিযোগ এনেছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। গত মার্চ মাসেই প্রথমবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল।
তদন্তে একাধিক আধিকারিকই জেরায় স্বীকার করেন যে নির্বাচনী প্রতারণা নিয়ে ভুয়ো তথ্য প্রচারের জন্য ট্রাম্প তাঁদের উপরে চাপ সৃষ্টি করেছিলেন।
এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪০টি অপরাধমূলক মামলা দায়ের হয়েছে। ট্রাম্পই প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের হয়েছে।