দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে ১০ বছরের কারাদন্ড হয়েছে ইমরান খানের । এবার আরও বিপদে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । নতুন করে তাঁকে ১৪ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত । তবে, সম্পূর্ণ একটি আলাদা মামলায় । জানা গিয়েছে, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে এই সাজা শুনিয়েছে আদালত । ইমরানের পাশাপাশি তাঁর স্ত্রী বুশরা বিবিকে
একই মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
তোষাখানা মামলায় পাকিস্তানের বিশেষ আদালতের আরও নির্দেশ, ইমরান বা তাঁর স্ত্রী, কেউ আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না। পাশাপাশি, পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে ।
উল্লেখ্য, দেশের গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে । সেই মামলায় পাকিস্তানের বিশেষ আদালত, মঙ্গলবার ১০ বছরের কারাদন্ড দেয় ইমরান খানকে । অভিযোগ, দেশের গোপন তথ্য সমৃদ্ধ একটি চিঠি ভিন দেশে পাচার করেছেন ইমরান খান।