জড়িয়ে রাখে, মুড়িয়ে রাখে। মানুষ নয় একটা লেপ। এ মায়া কি আর ত্যাগ করা যায়? সারা গা জুড়ে যেভাবে আষ্টেপৃষ্টে থাকে তা অনুভব করেই সাধের লেপের প্রেমে পড়ে গিয়েছেন ইংল্যান্ডের মহিলা। শুধু তাই নয় প্রেম গড়িয়েছে বিয়ে অবধিও। আজ্ঞে হ্যাঁ, সাধের পছন্দের লেপকেই নাকি বিয়েও করে ফেলেছেন ইংল্যান্ডের পাসকেল সেল্লিক নামের ওই মহিলা।
Women Work Harder : পুরুষদের তুলনায় পরিশ্রম বেশি করেন মহিলারাই, বলছে গবেষণা
জানা গিয়েছে প্রেমিক রয়েছে তাঁর, তবু লেপের প্রতি তাঁর অমোঘ টান। সিঙ্গল বেডের জন্য লেপটি কিনেছিলেন মহিলা। এর আগেও একাধিক লেপ ছিল তাঁর, কিন্তু সাদা কারুকাজ করা লেপটিকে ভালোবেসে ফেলেছিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তার সঙ্গে লেপের বিয়ের ছবি। বিয়ের জন্য লেপটিকে আলাদাভাবে সাজানোও হয়েছে। তাতে লেখা হয়েছে, “ডুভেট আই লাভ ইউ”।