টেসলার সিইও ইলন মাস্কের (Elon Musk) জীবন সংশয়! সোমবার এক টুইটে তিনি তেমনই ইঙ্গিত তাঁর। টুইটে তিনি লিখেছেন, তাঁর মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে।’
সম্প্রতি ৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটার (Twitter) কিনেছেন ইলন। তার এক সপ্তাহের মধ্যেই তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে টুইট করলেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘আমার যদি কোনও রহস্যময় পরিস্থিতি মৃত্যু হয়! জেনে ভাল লাগছে।’
এই পোস্টের ঠিক এক ঘণ্টা আগেই তিনি এক রাশিয়ান আধিকারিকের পোস্ট শেয়ার করেন। যে পোস্টের বক্তব্য, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। এই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে ইলন জড়িত। পর পর এই দু’টি পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে, তবে কী ইলনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে রাশিয়া?
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের (Russia-Ukraine) সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দিয়েছিল ইলনের সংস্থ স্পেসএক্স স্টারলিঙ্ক।