EVM হ্যাক করা সম্ভব। টেসলা CEO এলন মাস্কের এই মন্তব্যের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি, তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা। যদিও মাস্কের ওই মন্তব্যের সঙ্গে একমত হতে রাজি নন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
কী বলেছেন এলন মাস্ক?
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ব্যবহার করা উচিত নয়। কারণ মানুষ অথবা AI দ্বারা ওই মেশিন হ্যাক করা সম্ভব। যদিও তিনি এই মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী, নির্দল মুখ রবার্ট এফ কেনেডির মন্তব্যের পরিপ্রেক্ষিতে।
মাস্কের এই মন্তব্যে সহমত পোষণ করেননি রাজীব চন্দ্রশেখর। মাস্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব বলেন, আমেরিকা বা অন্য দেশের ক্ষেত্রে এই অভিযোগ সত্য। কারণ সেখানে ইন্টারনেটের সঙ্গে EVM সংযুক্ত থাকে। ভারতে যে EVM-গুলি ব্যবহার করা হয় সেগুলি আলাদা প্রযুক্তিতে তৈরি করা হয়।
মাস্কের ওই মন্তব্যকে সমর্থন করে রাহুল গান্ধি। তিনি রাহুলের টুইটটি রিটুইটও করেন।