সাতদিনে সাতটা আশ্চর্য! মিশরের এক পর্যটক স্পর্শ করলেন নয়া এই নজির। ৪৫ বছরের ম্যাগডি আইসা বিশ্বের সপ্তম আশ্চর্য ঘুরে দেখলেন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে! মাত্র ৬ দিন ১১ ঘণ্টা ৫২ মিনিট সময় নিলেন তিনি। এবং, এই কাজটি তিনি সম্পন্ন করলেন পাবলিক ট্রান্সপোর্টের চড়েই! ভেঙে গেল গত বছরই করা জেমি ম্যাকডোনাল্ডের রেকর্ড।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসকে ৪৫ বছর বয়সী ম্যাগডি বলেন, এই 'পাহাড়প্রমাণ' কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাঁকে সবার আগে একটি যথাযথ রোডম্যাপ বানাতে হয়েছে। ফ্লাইট, ট্রেন, বাসে কতক্ষণ থাকবেন বা কতটা সময় থাকবেন সাবওয়েতে কিংবা কতটুকু হাঁটবেন ঠিক কতক্ষণ সময় নিয়ে- সবটাই ছকে রাখা ছিল। এই গোটা পরিকল্পনা করতে সময় লেগেছে প্রায় দেড় বছর। সামান্যতম এদিক-ওদিক হলেই আর বিশ্বরেকর্ড করা সম্ভব হত না"।
প্রথমে তিনি যান চিনের প্রাচীর দেখতে। তারপর আসেন তাজমহলে। তারপর পরপর দেখেন জর্ডনের পেট্রা, রোমের কলোসিয়াম, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, পেরুর মাচুপিচু এবং প্রাচীন মেক্সিকোর শহীর চিচেন ইটজা।
পুরো যাত্রাপথে তেমন বাধা না পেলেও, পেট্রা যাওয়ার রোজকার বাস মিস করে ফেলেছিলেন তিনি। আরেকবার, প্রায় মিস হয়ে যাচ্ছিল পেরু থেকে মেক্সিকো যাওয়ার ফ্লাইট। সেটি হলে অবশ্য এই রেকর্ড করতে পারতেন না তিনি।