ইকুয়েডরের বাবাহোয়ো শহরে কয়েকদিন আগে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ৭৬ বছর বয়সী বেলা মন্তোয়াকে 'মৃত' বলে ঘোষণা করেছিলেন হাসপাতালের চিকিৎসকরা। তাঁকে সমাধিস্থ করার জন্য সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। কফিনে তাঁর মৃতদেহ শায়িত করে সমাধির সময়েই ঘটে সেই আশ্চর্য ঘটনা। কফিনের ভিতর থেকে রীতিমতো ঠকঠক শব্দ করে সেই কফিন খুলে বেরিয়ে আসেন বেলা মন্তোয়া।
তারপর আর এক মুহূর্ত দাঁড়াননি সেখানে। চলে যান যে হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছিল সেখানে।
এই ঘটনা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল ইকুয়েডরে। এই ঘটনার দিনকয়েক বাদেই ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রক থেকে ঘোষণা করা হয় যে, তিনি প্রয়াত হয়েছেন।
এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন তাঁর পুত্রও। তাঁর মা যে সত্যিই প্রয়াত হয়েছেন, সে কথা জানিয়ে তিনি বলেন, "মা সত্যিই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার জীবন আর এক রইল না"।