ভোরের নিউ জিল্যান্ডে ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। এই ঘটনার পরেই সুনামি সতকর্তা জারি করা হয়েছে ওই দেশে। তবে, ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কীনা, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় সময় ভোর ৬টা ১১ মিনিটে কেঁপে উঠেছিল নিউ জিল্যান্ডের কের্মাডেক দ্বীপ। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস্যস্থল।
নিউ জিল্যান্ডের কের্মাডেক ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। গতমাসেও এই দ্বীপের মাটি নড়ে গিয়েছেল। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের সাতের উপরে রিখটার স্কেলে মাত্রা চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। মার্কিন আবহবিদরা জানিয়েছেন, ওই দ্বীপের যা অবস্থান, তাতে সুনামির সম্ভাবনা থাকছে। তাই আগাম এই ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।