ফের ভূমিকম্পের পুনরাবৃত্তি নেপালে। শুক্রবারের রাতের হাড়হিম মুহূর্তের রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে ফের মাটি কাঁপল কাঠমাণ্ডুর। বাঁচোয়া একটাই, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ ..
Bidyut Chakraborty: বিশ্বভারতীতে ফলক বিতর্ক! অনুমতি নেওয়া হয়নি, বিদ্যুতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
রবিবার ভোর ৪টে ৩৮ মিনিটে কম্পন হয়, নেপালের সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। পাহাড়ের কোলে সাজানো শহর শুক্রবারের ভুমিকপে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা ১৫৭। আশঙ্কা আরও বাড়তে পারে এই সংখ্যা। এরমধ্যেই ফের কম্পনে আতঙ্কে নেপালবাসী।