কম্পন বাংলাদেশ। হালকা প্রভাব উত্তরবঙ্গে। শনিবার সকালে কুমিল্লা থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের খবর মিলেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। যার প্রভাবে হালকা কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৯টা নাগাদ ভূ-পৃষ্ঠের ৫৫ মিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। যার জেরে বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ একাধিক এলাকা থেকে কম্পনের খবর মিলেছে।
শুধু উত্তরবঙ্গের জেলা নয়, বাংলাদেশের এই ভূমিকম্পের হালকা প্রভাব অনুভূত হয়েছে কলকাতাতেও। জানা গিয়েছে, হালকা কম্পন টের পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকাতেও।