পর্ন তারকা ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে যাওয়ার সময় নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভ আপডেট শেয়ার করছিলেন ট্রাম্প। আসন্ন গ্রেফতারি প্রসঙ্গে ট্রাম্প লেখেন 'অবিশ্বাস্য' ওরা আমায় গ্রেফতার করতে চলেছে'। আদালতে আত্মসমর্পণের কথা থাকলেও তার আগেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নিল পুলিশ। এর পর শুরু হয়েছে শুনানি।
তাঁর গ্রেফতারির আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে রবার্ট কাস্টেলো নামে এক সাক্ষী আদালতে জানিয়েছিলেন ট্রাম্পের ফিক্সার মাইকেল কোহেন, স্টর্মি ড্যানিয়েলসকে ওই ঘুষের টাকা দিয়েছেন। ওই সাক্ষ্য দেওয়ার পরই গ্রেফতারির আশঙ্কা নিয়ে মুখ খুলতে আরম্ভ করেন ট্রাম্প। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।