আমেরিকার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former President Donald Trump)। মঙ্গলবার ট্রাম্পকে নির্বাচন লড়ার অযোগ্য বলে ঘোষণা করে কলোরাডো সুপ্রিম কোর্ট।
২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটলে তাঁর সমর্থকদের হামলায় ট্রাম্পের ভূমিকার জেরে এই সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হোয়াইট হাউসে প্রবেশে অযোগ্য বলে ঘোষণা করা হল। আমেরিকা সংবিধানের একটি ধারায় উল্লেখ রয়েছে, যেসব অফিসিয়াল 'বিদ্রোহের' সঙ্গে জড়িত তাঁরা সরকারি পদে থাকতে পারবে না। সেই ধারা উল্লেখ করেই আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে।