বিধ্বংসী ভূমিকম্পের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বৃহত্তর অংশ। ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে শনিবার দাঁড়িয়েছে ২৮,৯১২ জন। একটি সাংবাদিক সম্মেলনে তুরস্কের উপরাষ্ট্রপতি ফুয়াত অক্তে জানান, তুরস্কে সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৪,৬১৭ জন। অন্যদিকে, সিরিয়ায় এই সংখ্যাটি, ৩,৫৭৫।
উল্লেখ্য, ভারত সহ বিশ্বের বহু দেশই এই বিপর্যয়ে তুরস্ক ও সিরিয়ার সরকারের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ এবং খাবার পৌঁছে দেওয়া যাচ্ছে না বহু জায়গায়৷ থমকে থাকছে উদ্ধারকাজ। তার উপর রয়েছে প্রবল শীত। খাবার এবং আশ্রয়ের অভাব কার্যত ফুঁসছেন ভূমিকম্প দুর্গত মানুষজন। দুই দেশকে ৮৫ মিলিয়ন ইউএস ডলার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। রাষ্ট্রপুঞ্জের তরফে উদ্ধারকারী দল গিয়েছে সিরিয়ায়। সেই দেশের সরকার-বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধারকাজে নেমেছে তারা। কিন্তু বিশেষ লাভ হয়নি। তুরস্ক সরকারের বিপর্যয় মোকাবিলার নীতি আর্ন্তজাতিক স্তরে প্রবল সমালোচনার মুখে পড়েছে। ত্রাণকার্যে সমস্যার কথা মেনে নিয়েছেন সে দেশের রাষ্ট্রপতিও।