উদ্ধার হল হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার দেহ। লেবাননের রাজধানীর বেইরুটের দক্ষিণ দিকের একটি শহর থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। সংবাদসংস্থা রয়টার্সের তরফে এই খবর জানানো হয়েছে। যদিও হিজবুল্লার তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।
কয়েকদিন আগেই ইজরায়েলি সেনার হামলায় বড় গহ্বর তৈরি হয়েছিল বেইরুটে। সেইসময়ই ইজরায়েলের তরফে দাবি করা হয়েছিল, মৃত্যু হয়েছে হিজবুল্লা প্রধান নাসরাল্লার। রয়টার্সের তরফে জানানো হয়েছে, হিজবুল্লা প্রধানের শরীরে তেমন কোনও ক্ষতচিহ্ন ছিল না। আর এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি ইজরায়েলি হানার মারা যায়নি নাসারাল্লা? বদলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
ভারতীয় সময় শনিবার দুপুরে ইজরায়েলি সেনার তরফে নাসরাল্লার মৃত্যুর খবর জানানো হয়েছে। সেই সময় জানানো হয়েছিল, হাসান নাসরাল্লা আর বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবেন না। এবং ইজরায়েলি সেনার হাতেই যে মৃত্যু হয়েছে নাসরাল্লার তার ইঙ্গিতও ছিল স্পষ্ট।
অন্যদিকে লেবাননের তরফেও নাসরাল্লার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করা হয়। এমনকি পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।
রয়টার্সের তরফে জানানো হয়েছে, বেইরুটের দক্ষিণে মাটি থেকে ৬০ ফুট নীচে ছিল নাসরাল্লার বাঙ্কার। সেখানেই চলছিল গোপন বৈঠক। সেইসময় ইজরায়েলের তরফে হামলা চালানো হয়। প্রায় কয়েক ফুট গভীর বিরাট গর্ত তৈরি হয়। ভেঙে পড়ে পুরো বাঙ্কার। ওই হামলাতেই হিজবুল্লা প্রধানের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।