ব্রিটেনের রাজ পরিবারে এক টুকরো বাংলা! রাজা তৃতীয় চার্লসের শপথগ্রহণ অনুষ্ঠানের শোভাবর্ধন করল দার্জিলিং-এর মকাইবাড়ি চা। অতিথিদের পরিবেশন করা হল বাংলা তথা ভারতের এই ঐতিহাসিক চা। সোশ্যাল মিডিয়ায় সেই চা-এর ছবি দিয়ে শেয়ার করলেন দার্জিলিং-এর সেন্ট জোসেফ কলেজের সহকারি অধ্যাপক তথা বিক্রান ফাউন্ডেশনের কর্ণধার বিক্রম রাই।
গ্রেট ব্রিটেনের সিংহাসনে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হল শনিবার। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজিত হল তৃতীয় চার্লসের শপথগ্রহণ।
উল্লেখ্য, শনিবার বাইবেল স্পর্শ করে ব্রিটেনের নতুন রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস। তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন ক্যান্টারবেরির আর্চবিশপ। তাঁর রাজত্বকালে রাজপরিবার ও চার্চ অব ইংল্যান্ডের সমস্ত নিয়ম ও নীতি তিনি যথাযথভাবে পালন করবেন বলে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমবেতকণ্ঠে শোনা যায়- গড সেভ দ্য কিং। রাজার হাতে পবিত্র বাইবেল তুলে দেন চার্চ অব স্কটল্যান্ডের জেনারেল অ্যাসেম্বলির আধিকারিক।