বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত মায়ানমার এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মোকার দাপটে দু'দেশেই ভেঙে পড়েছে গাছ, বাড়ি। ২০২০ সালের আম্ফানের ভয়াবহ স্মৃতি ফিরল বারবার।
মোকার তাণ্ডবে মায়ানমারে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মায়ানমারের সিতওয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু অংশ প্লাবিত হয়ে গিয়েছে। অনেকেই আটকে পড়েছেন।ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মায়ানমারের পাশাপাশি বাংলাদেশেও তাণ্ডব চালিয়েছে মোকা। ঝড়ের দাপটে সেন্ট মার্টিন দ্বীপে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া এলাকায় কমপক্ষে ৩৪০টি বাড়ি ভেঙে গিয়েছে।