স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Madrid)। বিদেশ সফরেও পোশাক একই। নীল পাড়, সাদা শাড়ি পরে দেখা যায় মুখ্যমন্ত্রীকে (Chief Minister of West Bengal)। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের (La Liga Meeting ) সঙ্গে বৈঠক আছে মমতার। ওই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার আগে গায়ে শাল জড়িয়ে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শিল্পীর হাতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র চেয়ে তা নিজেই বাজান। দক্ষ হাতে উঠে আসে 'আমরা করব জয়' গানের সুর। তাতে ওই শিল্পীও আপ্লুত হয়ে পড়েন।
আরও পড়ুন: মেক্সিকোয় ভিনগ্রহীদের মৃতদেহ প্রদর্শন, 'অপ্রমাণিত প্রচেষ্টা' বলে মন্তব্য বিজ্ঞানীদের
সময়ের নিরিখে কলকাতা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে মাদ্রিদ। এদিন দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক আছে। সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।