রাশিয়া (Russia) বনাম ইউক্রেনের (Ukraine) যুদ্ধকে কেন্দ্র করে যখন গোটা বিশ্ব উত্তাল, তখনই ভারতের পড়শি দেশের বিস্তীর্ণ অঞ্চলেও চলছে মারাত্মক যুদ্ধ।
মায়ানমারের (Myanmar) সক্রিয় একটি সমাজসেবী সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্সের ডিরেক্টর ডেভিড ইউব্যাঙ্ক জানিয়েছেন, পূর্ব মায়ানমারের বিস্তীর্ণ এলাকায় একটানা হেলিকপ্টার থেকে বোমা এবং গোলাবর্ষণ চলছে। প্রাণহানি হয়েছে অনেকের৷ অনেকে গুরুতর আহত। খাবার এবং ওষুধ মিলছে না।
গত বছর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত আং সান সু কি-র (Aung San Suu Kyi) সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়ানমারের সেনাশাসন প্রতিষ্ঠিত হয়। পাল্টা মিলিশিয়া গঠন করে প্রতিরোধ গড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নেতারা। ধারেভারে অনেক এগিয়ে থাকলেও পাহাড় জঙ্গলে ঘেরা বার্মায় তীব্র প্রতিরোধের মুখে পড়ছে সেনা।
আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধক্ষেত্র থেকে ছড়াতে পারে কোভিড ভাইরাস, সতর্ক প্রকাশ করল WHO
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মায়ানমারে অন্তত ৫২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সি। নিয়মিত মর্টার হামলা থেকে বাঁচতে মাটির তলায় বাঁশ দিয়ে তৈরি সুড়ঙ্গে লুকিয়ে আছেন অনেকে।