লুডমিলা নাদজেমোভস্কা(Ludmilla Nadzemovska) নিজের জীবন দিয়েও বাঁচাবেন প্রিয় পোষ্যদের(Pets)। ইতিমধ্যে তিনি ও তাঁর মেয়ে নিকোল চারটি বেড়ালকে(Pet Cats) নিয়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে(Refugee Camp)।
শুক্রবার হাঙ্গেরি সীমান্তের(Hungary Border) টিসজাবেকস গ্রামে পৌঁছে কিছুটা নিশ্চিন্ত বোধ করছিলেন লুডমিলা। একমাস আগে থাকতেই যুদ্ধের(Russia-Ukraine war) কথা ভেবে তিনি তাঁর বেড়ালদের জন্য খাঁচা কিনেছিলেন। রুশ আক্রমণের(Russian Attack) পূর্বাভাস থাকায়, আগে থাকতেই সতর্ক ছিলেন লুডমিলা। রুশ বাহিনীর হাতে তাঁর প্রতিবেশীর নির্মম হত্যার পর আর দেরী করেননি তিনি। ইউক্রেনকে(Ukraine) বিদায় জানিয়ে পালাতে বাধ্য হন অন্য দেশে।
আরও পড়ুন- Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, লাগাতার গোলাবর্ষণে ছারখার ইউক্রেন
ওই ইউক্রেনীয় মহিলার কথায়, 'আমি ফিরে যেতে চাই। কিন্তু আমার কাছে পরিবার(Family) এবং পোষ্যদের(Pets) নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।' আরও দশ লক্ষ শরণার্থীর(Refugees) মতোই তিনিও এখন একজন সংখ্যা মাত্র। অন্য দেশে মাথা গোঁজার ঠাঁই মিললেও লুডমিলাদের কুরে কুরে খাচ্ছে দেশত্যাগের তীব্র যন্ত্রণা।