গত বুধবারই 'বিকিনি কিলার' চার্লস শোভরাজের মুক্তির আবেদন মঞ্জুর করেছিল নেপালের আদালত। শুক্রবার, প্রায় ১৯ বছর পরে কাঠমান্ডু জেল থেকে বেরোলেন একাধিক খুন, ধর্ষণ, লুটের ঘটনায় দোষী ৭৮ বছরের ফরাসি নাগরিক। এই সিরিয়াল কিলারের জীবনের নানা দিক ঘিরে চর্চা শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল চার্লসের বিবাহিত জীবন। শোভরাজের জেলমুক্তির পর মুখ খুলেছেন নিহিতা বিশ্বাস। বয়সে অনেক ছোট নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে ঘিরে আগেও একাধিকবার চর্চা হয়েছে। ২০০৮ সালে বিয়ে হয় দু’জনের। শোভরাজকে ফ্রান্সে তাঁর পরিবারের কাছে পাঠানো হবে বলে শুক্রবার জানিয়েছেন নেপালি কন্যা।
তিনি বলেছেন, ‘‘নিরাপত্তার কারণে ফ্রান্সে ওর বাড়িতে ওকে পাঠানোর চেষ্টা করছি। হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার পর ওর কিছু শারীরিক সমস্যা রয়েছে। ওর আরও একটা অস্ত্রোপচার করা হতে পারে। ওর শরীর আর পরিবার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।’’
উল্লেখ্য, ১৯৭৫ সালে কাঠমান্ডুতে আমেরিকার দুই পর্যটককে খুনের মামলায় শোভরাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল নেপালের আদালত। ২০০৩-এ ফ্রান্স থেকে নেপালে ফিরতেই গ্রেফতার করা হয় তাকে।