বাইবেল স্পর্শ করে ব্রিটেনের নতুন রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস। তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন ক্যান্টারবেরির আর্চবিশপ। তাঁর রাজত্বকালে রাজপরিবার ও চার্চ অব ইংল্যান্ডের সমস্ত নিয়ম ও নীতি তিনি যথাযথভাবে পালন করবেন বলে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমবেতকণ্ঠে শোনা যায়- গড সেভ দ্য কিং। রাজার হাতে পবিত্র বাইবেল তুলে দেন চার্চ অব স্কটল্যান্ডের জেনারেল অ্যাসেম্বলির আধিকারিক।
গ্রেট ব্রিটেন রাজ পরিবারে ৪০তম রাজা তিনি। রাজকীয় উদ্যোক্তারা অভিনব পোশাক ও মুকুট মাথায় দিয়ে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে আছেন প্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০০০ জন গণ্যমান্য অতিথি। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারত থেকে আছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। একশো বছরের বেশি প্রাচীন সিংহাসন, সোনার কাপড়, গানস্যালুট- সহ একাধিক রীতি মেনে রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের। জানা গিয়েছে, রাজ্যভিষেক পর্বে ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকার বেশি খরচ করা হবে।
গত বছর সেপ্টেম্বরে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর থেকেই ব্রিটেনে রাজ্যাভিষেক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই রাজ্যাভিষেকের ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রায় কয়েক হাজার বছরের প্রাচীন। শেষবার ১৯৫৩ সালে রানি এলিজাবেথের মাথায় ওঠে রানির মুকুট।